মহানবির দৃষ্টিতে শ্রেষ্ঠ মানুষ কারা?
ঝিনাইদহের চোখঃ
১. কুরআন শিখে ও শেখায় যারা
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায়।’ [বুখারি, হাদিস নম্বর : ৫০২৭]
https://www.youtube.com/watch?v=GsNKa9oT3vI
২. সর্বোত্তম আচরণের অধিকারী যারা
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী।’ [বুখারি, হাদিস নম্বর : ৬০৩৫]
৩. সময়মতো ঋণ পরিশোধ করে যারা
মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে ভালো লোক সে, ঋণ পরিশোধের বেলায় ভালো যে।’ [বুখারি, হাদিস নম্বর : ২৩০৫]
৪. সবার কল্যাণকামী যে
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি, যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে, অনিষ্টের আশঙ্কা করে না।’ [তিরমিযি, হাদিস নম্বর : ২২৬৩/২৪৩২]
৫. নিজের স্ত্রীর কাছে ভালো যে
রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি, যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ।’ [সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর : ৪১৭৭]
৬. দীর্ঘ হায়াত, বেশি আমল যার
মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘সেরা মানুষ সে, যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হয়।’ [জামিউল আহাদিস, হাদিস : ১২১০১]
৭. মানুষের উপকার করে যে
মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘সর্বোত্তম মানুষ সে, যে মানুষের জন্য অধিক কল্যাণকর ও উপকারী। [সহিহুল জামে, হাদিস নম্বর : ৩২৮৯]
৮. হৃদয়টা পরিচ্ছন্ন যার
মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী।’ সাহাবিরা জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল! সত্যবাদী মুখ বোঝা গেল, কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কে? রাসুলুল্লাহ ﷺ ইরশাদ করেন, ‘যে অন্তর স্বচ্ছ ও নির্মল, মুত্তাকি, যাতে কোনো পাপ নেই, বাড়াবাড়ি বা জুলুম নেই, নেই খেয়ানত ও বিদ্বেষ।’ [সহিহুল জামে, হাদিস : ৩২৯১]
৯. প্রতিবেশীর কাছে উত্তম যে
মহানবি (সা.) ইরশাদ করেছেন, ‘আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে, যে তার সঙ্গীর কাছে উত্তম। আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে, যে তার প্রতিবেশীর কাছে উত্তম।’ [তিরমিযি, হাদিস নম্বর : ১৯৪৪]