ঝিনাইদহে ৪৩২ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে (ভিডিও সহ)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
https://www.youtube.com/watch?v=F2deirbzEbE
রবিবার সকাল ১১ টার দিকে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার মো. হাসানুজ্জামানসহ পুলিশ কর্মকর্তা ও জেলার বিভিন্ন উপজেলার মন্দির কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবার জেলায় ৪৩২ টি মন্দিরে আগামী ৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। এর মধ্যে ৮৩ টি মন্দিরকে অতি গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয়েছে। এই মন্দিরগুলোতে থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।
সভায় পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বলেন, সবগুলো মন্দিরে পুলিশের নিয়মিত টহল থাকবে। পাশাপাশি কেউ যদি মন্দিরে নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টির চেষ্টা করে তাহলে তাকে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে।