কালীগঞ্জ এমপি কাপ ফুটবল টুর্ণামেন্ট ফেভারিট ফাইনালে চুয়াডাঙ্গা
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের সরকারী ভূষন হাইস্কুল মাঠে রবিবার অনুষ্ঠিত এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ফেমিফাইনাল খেলায় দেশের খ্যাতিমান তারকা ফুটবলার সমৃদ্ধ চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশ শক্তিশালী বাগেরহাট দিগন্ত প্রসারী ক্রীড়াচক্রকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেছে।
রবিবার বিকালে রৌদ্রজ্জ¦ল আবহাওয়ায় এ মাঠ দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায়। সকল আনুষ্ঠানিকতা শেষে অভিজ্ঞ রেফারি রবিউল ইসলাম বাঁশি বাজিয়ে দিয়ে খেলা শুরু করেন।
প্রথমে উভয় দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি আক্রমনের মধ্যদিয়ে দারুন উপভোগ্য হয়ে উঠে এ ম্যাচটি। কিন্ত প্রথমার্ধের ১৩ মিনিটে বাগেরহাট ক্রিয়াচক্রের ৭ নং জার্সি পরিহিত বেলালের হেড গোলবারের সামান্য উপর দিয়ে চলে যাওয়ায় সমর্থকদের হতাশায় ডুবায়। এরপর পাল্টা আক্রমন সানায় চুয়াডাঙ্গা একাদশ। দলের ১০ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান আব্বাসী ১৮ ও ২৮ মিনিটে বল খানিকটা ফাঁকায় পেয়েও গোল করতে ব্যর্থ হয়।
এরপর বাগেরহাট ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও গোলমুখের জটলায় গোল পায়নি। এভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। দিত্বীয়ার্ধের ২য় মিনিটেই এ টুর্নামেন্টের সর্বাধিক গোলদাতা বাগেরহাট দলের নাইজেরিয়ান জেরি লক্ষ্যভ্রষ্ট সট দেয়।
খেলার ৫২ মিনিটে চুয়াডাঙ্গা একাদশের সেই আব্বাস ৩য় বারের মত গোলে লক্ষ্যভ্রষ্ট সট নিয়ে সমর্থকদেরকে আবার মন ভাঙার কারন হয়ে দাড়ায়। কিন্ত সেই আব্বাসী এর মাত্র ৪ মিনিট পরেই খেলার ৫৬ মিনিটে মাঝমাঠ থেকে খানিকটা একক প্রচেষ্টায় বল নিয়ে প্রচন্ড গতিতে গোলের সামনে বাড়িয়ে দিলে সতীর্থ ১৮ নং জার্সি পরিহিত সাব্বির পা এগিয়ে দিয়ে বাগেরহাটের গোলকিপার (শেখ রাসেলের নিয়মিত গোলকিপার) রঘুকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দিয়ে সমর্থকদের আনন্দের বন্যায় ভাসিয়ে দেয়। ১-০ গোলে এগিয়ে যায় চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।
এরপর খেলা শেষ হওয়ার বাকি সময়টুকু বাগেরহাট একাদশ ঘামঝরা চেষ্টা করেও গোল পরিশোধে ব্যর্থ হয়। খেলার শেষ মিনিটে বাগেরহাট একাদশ সূবর্ন সুযোগ পেয়েও সেই নাইজেরিয়ান জেরির দুরন্ত সট চুয়াডাঙ্গার গোলকিপার ( শেখ জামালের নিয়মিত গোলকিপার ওয়াসিম রুখে দিলে বাগেরহাটের শেষ সুযোগ নষ্ট হয়।
এর কিছুক্ষন পরেই রেফারি শেষ বাশি বাজিয়ে দিলে ০-১ গোলের ব্যবধানে পরাজয়ের স্বাদ নিয়েই মাঠ ছাড়ে বাগেরহাট।
খেলাটি পরিচালনায় সহকারী রেফারির দায়িত্ব পালন করেন এনামুল, মারুফ হোসেন এবং আব্দুর রাজ্জাক।
ধারা বর্ণনায় ছিলেন, খোরশেদ আলম, কামাল হোসেন ও রবিউল ইসলাম।
খেলা শেষে চুয়াডাঙ্গা একাদশের আব্বাসীর হাতে ম্যাচ সেরার পুরষ্কার পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, ক্রিড়া সংগঠক অজিৎ ভট্রাচার্য অজু দা, লুুৎফর রহমান লাড্ডু।
আগামী ২৫ সেপ্টেম্বর বুধবার ফাইনালে লাখ টাকার প্রাইজমানী জিততে এ মাঠেই নামবে দুই শক্তিশালী কালীগঞ্জ ও চুয়াডাঙ্গা ফুটবল একাদশ।