কোটচাঁদপুর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন
কাজী মৃদুল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের গতকাল রবিবার ছিল শেষ দিন।
শেষ দিনে চেয়ারম্যান পদ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলী মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।
ফলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী শরিফুননেছা মিকি, বিএনপি মনোনিত আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী খায়রুল হোসেন সাথী।
ভাইস চেয়াম্যান (পূরুষ) পদে প্রার্থীতা প্রত্যাহার করে নেন একরামুল হক (বিএনপি), আশরাফুজ্জামান খান মুকুল (বিএনপি)। এ পদে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল করিম (আঃলীগ), কামাল হাওলাদার (আঃলীগ), নিমাই চন্দ্র দে (স্বতন্ত্র), রেজাউল ইসলাম রেজা (আঃলীগ), রিয়াজ হোসেন (আঃলীগ), শরিফুল ইসলাম (আঃলীগ, রোস্তম কবির (বিএনপি)। এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন রুবিনা খাতুন (আঃলীগ), তৃতীয় লিঙ্গের পিংকী খাতুন (আঃলীগ) এবং নাছিমা ইসলাম (বিএনপি)।