মনোনয়ন না পাওয়ায় সাঃ সম্পাদকের পদ থেকে পদত্যাগ
কাজী মৃদুল, ঝিনাইদহের চোখঃ
উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাজাহান আলি তার পদ থেকে পদত্যাগ করেছেন।
পাশাপাশি তিনি উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিলেও তা প্রত্যাহার করেছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোটচাঁদপুর থেকে আওয়ামী লীগের উপজেলা সভাপতি শরিফুন নেছা মিকি এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলি দলীয় মনোনয়ন পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত দলীয় মনোনয়ন পান উপজেলা সভাপতি শরিফুননেছা মিকি।
এরপরও উভয়ই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন। গতকাল রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। শাহাজাহান আলী কেন্দ্রে শরিফুননেছা মিকি’র দলীয় মনোনয়ন বাতিল করে পুনঃ বিবেচনার আবেদন করেও কোন ফল পাননি। যে কারণে তিনি ক্ষোভে দাখিলকৃত মনোনয়ন প্রত্যাহার করে নেন। পাশাপাশি তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতির জন্য দলীয় জেলা অফিসে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন।
শাহাজাহান আলী এ প্রতিনিধিকে বলেন, আমি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনাকে প্রধান্য দিয়ে আমি আমার উপজেলা নির্বাচনের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। তাছাড়া ব্যাক্তিগত কারণে সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি। আমি দলেই আছি। দলের কর্মি হিসাবে থাকতে চাই।