ঝিনাইদহে ভাবিকে বিয়ের পরও পালিয়ে গেল অন্য ছেলের সঙ্গে
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে বিয়ের পরের দিন টাকা, স্বর্ণালংকার ও ফোনসহ জোসনা খাতুন নামে এক গৃহবধূর পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় স্বামী মো.কহিনুর ইসলাম থানায় একটি জিডি করেছেন।
জিডিতে তিনি উল্লেখ করেছেন, আমি বিদেশে থাকা অবস্থায় গত ২৭ ডিসেম্বর ব্রেইন স্ট্রোকে আমার বড় ভাই স্ত্রী ও সাত বছরের মেয়ে রেখে মারা যান।
পরিবারের সম্মতিক্রমে আমার সঙ্গে ভাবির (জোসনা খাতুন) বিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়। বড় ভাই মারা যাওয়ার পর থেকে আমি ভাবি ও ভাইজির দেখাশোনা করি। গত ১৬ সেপ্টেম্বর বিদেশ থেকে বাড়ি আসার পর ১৯ সেপ্টেম্বর যশোর কোর্টে উপস্থিত হয়ে তিন লাখ টাকা কাবিন ধার্য করে বিয়ে সম্পন্ন হয়। এর পরের দিন অর্থাৎ ২০ সেপ্টেম্বর সকাল ৯ টার দিকে দুই লাখ ৭ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার ও অপ্পো কোম্পানির দুইটি মোবাইল নিয়ে মো.রফিকুল ইসলাম নামে এক ছেলের সঙ্গে পালিয়ে যায় সে। এখন আমার শাশুড়ি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন।
মো.কহিনুর ইসলাম বলেন, আমার টাকা, স্বর্ণালংকার ও ফোন যেনো ফেরত পেতে পারি ও জীবনের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আবেদন করছি।
কালীগঞ্জ থানার ওসি মো.ইউনুছ আলী জানান, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।