ঝিনাইদহের বৈডাঙ্গায় পশুর সাথে শত্রুতা
রাসেল আহাম্মেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা গাজিপারায় গরুর সাথে শত্রুতার ঘটনা ঘটেছে।
সাগান্না ইউনিয়নের বৈডাঙ্গা গাজিপারার হাসেম মুন্সীর ছেলে দিনমুজুর কবির মিয়ার একমাত্র সম্বল ১ লক্ষ টাকার মূল্যের একটি গরুকে শত্রুতা করে বিষক্রিয়া ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে।
দিনমজুর কবির মিয়া জানান, ৪ মাস আগে ৫৫ হাজার টাকা দিয়ে ১টি এঁড়ে গরু কেনেন তিনি। আস্তে আস্তে গরুটি যত্নে বেড়ে উঠছিলো। প্রতিদিন ১০ আটি ঘাস কিনে খাওয়ানো হতো প্রিয় গরুটাকে। ভেবেছিলাম আরো বড় করে গরুটাকে বিক্রি করে সংসারের কিছুটা অভাব দূর করবো কিন্তু তা আর হলো না।
তিনি কান্নাজরিত কণ্ঠে আরো জানান, শনিবার রাতে গোয়ালে ঘাস দিয়ে আমি শুয়ে পরি, রবিবার ভোর রাত ৩ টার দিকে হঠাৎ ২/৩ বার গরুটা চিৎকার করে, সাথে সাথে উঠে যেয়ে দেখি গরুটি মাটির সাথে ছটফট করছে কিছুক্ষন পরে আর নড়াচড়া নেই, সব শেষ হয়ে গেলো। আবেগ আর কান্নাজরিত কন্ঠে অনেক কষ্টেই কথা গুলা বলছিল দিন মজুর কবির মিয়া। একমাত্র সম্বল হারিয়ে জেনো সর্বশান্ত হয়ে পরেছে বৈডাঙ্গা গাজিপারার বাসিন্দা দিনমুজুর কবির মিয়া।
এবিষয়ে ডাকবাংলা কেম্প ইন্চার্জ মোখলেচুর মিয়া জানান, এবিষয়ে আমাকে কেউ কোন কিছু জানায় নাই। তবে কেউ যদি কোন অভিযোগ করে তবে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।