পাঠকের কথা
বুড়ো দাদু চলল–গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
ঘুমে আছে জাত ঘুমো
ঘুমে ঘুমে মরল
বুড়ো দাদু কাঁদু কাঁদু
কেঁদে এ কী! বলল
কই তোর হুশ হলো
পোড়া জ্বরা জোছনা
আলো চোর আলো নেয়
টের কি রে পাসনা?
চুরি করে ভুড়ি ভরে
মজা মারে রাতদিন
পাত্তলে রবি পড়ে
বাঁচবি কি যদ্দিন?
ক্ষমতা দাপোটে চোর
হাঁটে নীচু ক্ষ্যাপাটে
সাথে রাখে পাকে পাকে
বডিগার্ড ভাড়াটে।
চড়ে গাড়ি গড়ে বাড়ি
নারী থাকে আমোদে
ওদের সুখ দিতে আরো
তোরা বেশি ঘুম দে।
চুরি হোক সব তোর
চুরি হোক সম্পদ
চুরি করে সুখ পাক
প্রতারক লম্পট।
লুটপাট করে ওরা
যা দিস কায়শ্রম
আরো লুটেপুটে নেয়
প্রেয়সীর সম্ভ্রম
বাঁধা দেবে নেই জোর
ঘুমে মরা আলসের
মরে তবু আসেনা হুশ
ঘুম খেকো মগদের?
বুড়ো দাদু রেগেটেগে
খিটমিট করল
ঘুৃমে মরা জাত থুয়ে
বুড়ো দাদু চলল।