পাঠকের কথা
হকারের মলম ও হৃদয়ের চুলকানি– এস,এম রবি
ঝিনাইদহের চোখঃ
অব্যক্ত সভ্যতার কালি ও কলম
অযথায় হকার বিক্রি করে চুলকানি’র মলম।
মনে আছে কি? সেই সুখকর সময়!
জানি আজ তা বিষাদ আর ঘৃনায় পরিপূর্ন!
চলো আবার স্কুলে যায়
প্রেম আর ভালোবাসা বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা নিই,
চলো একটা আদালত বানায়
যেখানে বিচার হবে হৃদয় ভঙ্গকারীর।
এসো বৈজ্ঞানিক উপায়ে ভালোবাসা তৈরী করি
হৃদয় ভাঙ্গার একটি গান ও যেন আর তৈরী না হয়,
বিরহের সকল শব্দ মুছে ফেলি অভিধান থেকে।
এ হৃদয় একটি মেশিন…
স্বয়ংক্রিয় ভাবেই সে ভালোবাসা উৎপাদন করে,
আবার সে ঘৃনা ও উৎপাদন করে স্বয়ংক্রিয় ভাবেই,
ঘৃনা আর প্রেম এরা তো আপন ভাই।
ইতিহাসের পাতা উল্টে তুমি কি দেখনি,
হাজার বছরের যুদ্ধ বিগ্রহ,
কোটি মানুষের মৃত্যুর করুন কাহিনী,
তবুও এসো শান্তির শপথে
সবাই সবার হৃদয় কে চিকিৎসা করায়
ঘৃনা আর হিংসা বিহীন
একটি হৃদয় তৈরী করি।