কালীগঞ্জ
কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যু
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়গ্রাম এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত আব্দুল্লাহ আল সোহান (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আব্দুল্লাহ জেলার কোটচাঁদপুর উপজেলার গাবতলা এলাকার বাসিন্দা।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে যশোর থেকে মোটরসাইকেল চালিয়ে কালীগঞ্জ শহরের দিকে আসছিলেন আব্দুল্লাহ। পথে রায়গ্রাম এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।