ঝিনাইদহ সদর
ঝিনাইদহে “তাল সড়ক”র উদ্বোধন
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নে তাল গাছের বীজ রোপন করে “তাল সড়ক” উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মি ইসলাম এই তাল বীজ রোপন কাজের উদ্বোধন করেন।
এ সময় পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
নির্বাহী অফিসার শাম্মি ইসলাম জানান, সড়কটিতে ৪০০ তালের বীজ রোপন করা হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য এই গাছ এক সময় বজ্রপাত নিরোধ হিসেবে কাজে লাগবে।