ঝিনাইদহ সদর
ঝিনাইদহ জজ কোর্টের জিপি হলেন বিকাশ কুমার ঘোষ
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ জজ কোর্টের জিপি হলেন অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ। ঝিনাইদহ জজ কোর্টের আইনজীবী ও রাজনীতিবিদ বিকাশ কুমার ঘোষ ২০০২ সালে ঝিনাইদহ জজ কোর্টে আইন পেশায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি।
বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।
এছাড়াও তিনি জেলা আইনজীবী সমিতিতে হিসাব নিরক্ষক ও ক্রীড়া ও প্রমোদ সম্পাদক, নির্বাহী সদস্যসহ অসংখ্য বার নির্বাচিত হয়েছেন। তিনি ঝিনাইদহ পৌরসভা, বিএডিসি, ব্র্যাক, কালিগঞ্জ মোগারকগঞ্জ সুগার মিল’র আইন উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ জানান, ২০০২ সালের ২০ অক্টোবর ঝিনাইদহ জজকোর্টে আইন পেশায় যোগ দিয়ে কর্মজীবন শুরু করি। অ্যাডভোকেট আমিনুল ইসলাম চাঁন মিয়া ও অ্যাডভোকেট সুবির সমাদ্দারের কাছে জুনিয়রশীপ করেছি।