ঝিনাইদহে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত (ভিডিও সহ)
ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে শিক্ষার্থীদের সঞ্চয়মুখী ও ব্যাংকিং সেবার প্রতি আগ্রহী করতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংক এশিয়ার আয়োজনে আজ শনিবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিশু একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
https://www.youtube.com/watch?v=LcY16iexgnI
ব্যাংক এশিয়া ঝিনাইদহ ব্রাঞ্চের প্রধান ফান্স এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন খান, উপ-মহাব্যবস্থাপক আমজাদ হোসেন খান, জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুজ্জামান, জনতা ব্যাংকের ডিজিএম শাহাজাহান মোল্লা, ইসলামী ব্যাংকের ভিপি নজরুল ইসলাম জোয়ার্দ্দার, ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভিপি আব্দুর রউফ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তাসহ শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
কনফারেন্সে জেলা শহরের ২৩ টি ব্যাংকের প্রধান ও ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।