ঝিনাইদহে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
সোমবার সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক এর কার্যালয়ে “কন্যা শিশুর অগ্রযাত্রা,দেশের জন্য নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক এর কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।
আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার।আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার শরিফা আক্তার।
সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম ,রোকেয়া খাতুন ,ফৌজিয়া হক জুই প্রমূখ। আলোচনা অনুষ্ঠানে লাবন্য মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাবেয়া সিদ্দীকি ,সেচ্ছা সেবী নারী, বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ শিশুর মা গন উপস্থিত ছিলেন।