পাঠকের কথা

অনন্তকালের দূর্গম পথযাত্রী — কামরুজ্জামান লিটু

ঝিনাইদহের চোখঃ

মন মোহনায় ঝড়ের আভাস !
এলোমোলো বাতাসে অশান্ত দৃষ্টি আঙিনায়
কালোমেঘ ঢেকে যায় নীলগগনের গায়,
রবি কিরণের মিষ্টি ছোঁয়ার স্পর্শতা
ম্লান হয় আঁধারের ছায়ায়।

ক্লান্ত দেহের অবসন্নতার ক্ষণ ;
মেতে উঠে অশান্ত ঢেউয়ে –
ভূবন মায়ার স্বপ্ন গাঁথা জাল ছিন্নতায়,
চোখের কোনে বিবর্ণ অশ্রু স্রোতে
হৃদয়ের কান্না জড়ায় নিস্তব্ধতায়।

যা কিছু ছিল অর্জন জগৎময় ;
ধূলিকণায় নিমিষে লুটিয়ে পড়ে –
হিসাবের পাতা উড়ে শুন্যতায়,
জাগতিক ভাবনার বেড়াজালে
জড়ায় মন বিষন্নতায় !

অনন্তকালের দূর্গম পথে হবে যেতে !
এসেছে ডাক, নির্মম সত্য নিষ্ঠুরতায় –
বন্ধন ছিন্ন করতে মমতার মায়ায়,
বিমূর্ষ দেহের অবসানে –
প্রাণের স্পন্দন ভাসলো আজ অনন্ত নির্ঝরতায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button