শুনুন নাসিম বানু—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
শুনুন ডক্টর নাসিম বানু আপনাকে বলছি?
শহীদ মিনারে লেকচারটুকু মনে মনে টুকছি
শেখ হাসিনার জন্মদিনের ঘটনা শুনছি ধ্যানে
আপনি তো বেশ বলতে পারেন তাই দেখছি জ্ঞানে
বঙ্গবন্ধুর অনেক বিষয় আপনি দিলেন কষে
মুগ্ধ অনেকে আমার মতো আপনার ভাষার রসে
একেক করে গুনোকিত্তন মা সমাবেশ শুনছেন
কিতাব পাতার ইতিহাস সব অসাধারণ বলছেন
দেশরত্ন শেখ হাসিনার গুনেরর কথা এলো
তাই শুনে এই মা সমাবেশ বেজায় খুশি হলো
তুলে ধরলেন বাংলা জয়ের অনেক ইতিহাস
আমরা এখন নিম্ন থেকে মধ্য আয়ে বাস
খুলে বল্লেন চট্র পদ্মা ছিটমহলের কথা
এরি জন্য শেখ হাসিনা পেয়েছে সয়েছে ব্যথা
ব্যথার কথা চোখের পাতা ভিজালো কষ্টবানে
দেশ কিভাবে সুন্দর হলো শেখ হাসিনাই জানে
শেখ পরিবারের আদি অন্ত অনেক ধরলেন তুলে
আপনি যে কোন মঞ্চে আছেন সেইটা গিয়ে ভুলে
ভুলে গেলেন মঞ্চে ছিলো কি আলোচ্য বিষয়
বুঝেছি আমি আপনার জ্ঞান ইবির যোগ্য নয়
ভুলে যায় যে লক্ষ্যবস্তু ভুলে যায় যে দিক
সে কি করে করতে পারে দেশের শিক্ষা ঠিক?
এ জনের কাছে শিক্ষা নিলে শিক্ষার্থি হবে শব!
মা’কে থুয়ে মাসীকে নিয়ে করবে কলরব
ঘরামি যদি ছাউনি শেষে মটকা না তো মারে
বৃষ্টি এলে সেই ঘর কি ভালো থাকতে পারে?
নাসিম বানু সেই ঘরামি শেষ ভালো না তার
ভুল দিয়ে সে শেষ করেছে কাঙ্খিতা লেকচার
ইবির লোকপ্রশাসনে তিনি করেন অধ্যাপিকা
কে দিয়েছে কি ভাবে সে পেলো এই চাকরীটা
শিক্ষা দীক্ষায় হলে চাকরী এমন কি আর হতো?
করতো না সে শিক্ষিত বা জাতির মাথা নত
লেকচার শুনে শিরায় শিরায় রাগ উঠেছে চরম
অযোগ্য এই নাসিম বানু করলো মাথা গরম
আমরা যারা সাধারণ সব ভুল আমাদের বেশ
আমরা তো ঠিক করি না কেমনে চলবে দেশ
আপনি হলেন অসাধারণ অনেক কিছু জানা
আপনি না তো করতে পারেন জাতির শিক্ষা ফানা
এই যে ডক্টর নাসিম বানু এটা কি করলেন!
শেখ হাসিনার জন্মদিনে জয় খালেদা বল্লেন?
শুনুন ডক্টর নাসিম বানু শেষ ভালো না যার
সকল ভালো এক নিমিষে মন্দ হয় যে তার