কালীগঞ্জ
কালীগঞ্জে ক্ষতিকর প্লাষ্টিকের মোড়ক ব্যবহার করায় জরিমানা
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
পন্যে পরিবেশ বান্ধব পাটজাত দ্রব্যের পরিবর্তে ক্ষতিকর প্লাষ্টিকের মোড়ক ব্যবহার করায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মোশারফ হোসেন নামের এক কাঁচামাল ব্যবসায়ীকে ১৫’শ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সে শহরের এম.ইউ কলেজপাড়ার মুক্তার আলীর ছেলে। পন্যে পাটজাত মড়কের বাধ্যতা মুলক ব্যবহার আইন ২০১০ এর (১৪) ধারা বাস্তবায়নে এ জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন জানান, পন্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক। এ আইন অমান্য করে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাষ্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়। এ সময় কালীগঞ্জ থানার এস আই আবু হানিফ মিয়া উপস্থিত ছিলেন।