শিপলু জামান, ঝিনাইদহের চোখঃ
সারাদেশের ন্যায় ঝিনাইদহের কালীগঞ্জেও জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন করা হচ্ছে।
এ উপলক্ষে বুধবার উপজেলার সুন্দরপুর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কোলাবাজার ইউনাইটেড হাইস্কুল, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়,আলাইপুর প্রাথমিক বিদ্যালয়, বড় সিমলা প্রাথমিক বিদ্যালয়সহ মোট ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হুসাইন শাফায়াত, স্বাস্থ্য পরিদর্শক কামরুল আজম, কে এম কামরুজ্জামানসহ সংশ্লিষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শিক্ষকবৃন্দ। উল্লেখ্য চলতি মাসের ১ লা অক্টোবর থেকে ৭ অক্টোবর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ পালন করা হচ্ছে।
এ সময়কালে সারাদেশের সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরকে এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।