শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মালম্বী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বস্ত্র বিতরণ
ঝিনাইদহের চোখঃ
সনাতন ধর্মালম্বীদের বড় উৎসবে যে পরিবারের পক্ষে শিশুদের পূজাতে পোশাক কিনে দেবার সামর্থ্য নেই, এমনি ২৩ জন শিশুকে (১৫ জন মেয়ে শিশু ও ৮ জন ছেলে শিশু) জামা, প্যান্ট, থ্রী পিচ, গাউন,ফ্লোরটাচ সহ বিভিন্ন নতুন পোশাক দিয়েছে ‘আশ্রয়’ সংগঠন।
‘মানবতার জয়গানে, স্বপ্ন আঁকি সকল প্রাণে’ স্লোগানকে সামনে রেখে
আজ ৩ অক্টোবর বৃহস্পতিবার ৬২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে অত্র বিদ্যালয় ও পাগলাকানাই কোড়াপাড়ার সুবিধিবঞ্চিত শিশুদের মাঝে এই পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে আশ্রয় সংগঠনের সভাপতি শুভ কুমার বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ,কে,এম,নুর হোনেন নির্ঝর, মো: এরফানুল হক চৌধুরী, সমাজসেবক মনোয়ারুল হক লাল, রেডিও নবগঙ্গা, ঝিনাইদহের চেয়ারম্যান আর্মিজা শিরিন আক্তার এমি,৬২ নং শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী।
এছাড়া ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট এর জুনিয়র ইন্সটেক্টর পবিত্র কুমার বিশ্বাস, সরকারি বালক বিদ্যালয়ের শিক্ষক দীপক ব্যানার্জী, কবি এমদাদ শুভ্র, সমাজেবক অজয় কুমার, আশ্রয় সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থীদের অভিভাবক সহ সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।