কালীগঞ্জ
কালীগঞ্জে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের সুন্দরপুর গ্রামে সাপের কামড়ে রামজান আলী (৫০) নামের এক কৃষক মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে সে মারা যায়। তিনি ওই গ্রামের মৃত ভাগাই সরদারের ছেলে।
পারিবারিকসূত্রে জানাগেছে , শুক্রবার দুপুর ২ টার দিকে রমজান আলী মাঠে ঘাস কাটছিলেন। সে সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে সে দৌড়ে বাড়ি আসলে পরিবারের লোকজন তাকে গ্রাম্য ওঝার কাছে নিয়ে ঝাড়ফুক করে বাড়ি নিয়ে আসে। কিছুক্ষন পরে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে বিকাল সাড়ে ৫ টার দিকে তিনি মারা যান।
এ নিয়ে গত এক মাসে ঝিনইদহ জেলায় সাপের কামড়ে ১০ জনের মৃত্যু হলো।