চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা, গাড়ি চলেছে হেডলাইট জ্বালিয়ে
ঝিনাইদহের চোখঃ
চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা দেখা দিয়েছে।
ভোর থেকে আকাশ ছিল কুয়াশায় ঢাকা। যানবাহন চলাচল করেছে হেডলাইট জ্বালিয়ে। কুয়াশারা কারণে দূরের কিছু দেখা যায়নি। সকাল সাড়ে ৯টা পর্যন্ত চুয়াডাঙ্গার আকাশে কুয়াশা ছিল। পরে আলো ঝলমল রোদের দেখা মেলে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ শনিবার প্রথম এ মৌসুমের ভারি কুয়াশা দেখা গেছে। ভোর থেকে চারদিক ছিল অন্ধকারাছন্ন। সামান্য একটু দুরেও সামনে কিছু দেখা যাচ্ছিল না। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গায় আসা ট্রাকচালক আজিজ হোসেন বলেন, কুয়াশার কারণে গাড়ি চালাতে অসুবিধা হয়েছে। সাবধানে ধীরে গাড়ি চালাতে হয়েছে। রাস্তায় কোথাও কোথাও এতো বেশি কুয়াশা দেখা গেছে যে গাড়ি প্রায় থামিয়ে দিতে হয়েছে। এবার আজই প্রথম কুয়াশা চোখে পড়লো।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামাদুল হক জানান, ভোর থেকে কুয়াশা ছিল। যা এ মৌসুমের প্রথম ভারি কুয়াশা।