দান-প্রতিদান– কামরুজ্জামান লিটু
ঝিনাইদহের চোখঃ
তোমরা কি সবে গিয়েছো ভূলে ?
যেদিন বাংলার মাঠে,ঘাটে, সবুজ প্রান্তরে ঝরেছিল অগ্নিবৃষ্টি অঝোরে !
মায়া মোহনায় হাহাকারের আর্তনাদে –
যেদিন ঘনকালো মেঘের ছায়ায় অন্ধকার নেমেছিল বাংলার আকাশে ;
ভোরের সূর্য কিরণ হয়েছিল ম্লান !
অরন্যমাঝে কোলাহলে মূখরিত দুষ্টুমিতে মেতে থাকা পাখিগুলোর কলরব গিয়েছিল থেমে !
শত্রু সেনার অস্ত্রের ঝনঝনানি শব্দে বায়ু প্রবাহের অন্তরালে মিশে হয়েছিল একাকার,
অসহায় নারীর সম্ভ্রমের বিনিময়ে দিয়েছিল মৃত্যু উপহার !
সেদিন বাঙালী দামাল ছেলে স্বাধীনতার উম্মত্ত নেশায় মেতে অকাতরে দিয়েছিল পিঞ্জরের প্রাণ !
তোমরা কি সবে গিয়েছো ভূলে ?
যেদিন ত্রিশলক্ষ স্বাধীনতাকামী নারী-পুরুষ, বীর বাঙালীর রক্তে বাংলার মাটি হয়েছিল লাল !
যারা দেশটাকে করল মুক্ত শত্রু সেনার হাত থেকে, যারা দিল বাঙালীর চোখে শান্তির ঘুম নিশিতে,
যারা মায়ের ভাসায় কথা বলার অধিকার দিল ফিরিয়ে,
যারা করল সুযোগ সৃষ্টি সোনার ফসল ফলানো বাংলার মাটিতে,
তোমরা আজ তাদেরকে ভূলে, হানাহানির পথ ধরে
দেশটাকে করছো অপমান – দূর্ণীতির রেশে !