পাঠকের কথা
মরি—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
আমি অন্তর দহনে প্রায়শই মরি
এ মৃত্যু কেউ দেখেনা দেখার ও নয়।
উত্তপ্ত আগ্নেয়গিরি এই বুকে ধরি
জীবন্ত হয় জীবন, নিয়ে আসে জয়
এগোবার পথে পথে। ফের আটকে পরি
ধাঁধাঁর গুহায়। শ্বাস দেয় পরিচয়
মৃত্যু হয় নি আমার। ছোটে রণতরি
প্রাণ, যেখানে এ দেহ মৃত বলা হয়
কল্পনা বিদ্বেষ আশা দুরাশা প্রান্তরে
মানুষ মরে জন্মায় নিজের অন্তরে
এই মৃত্যু লক্ষ্যচুত্য, না সমাধী করি।
থমকে যায় মন রঙ্গে, মোহ ঘোর কাটে
বিশ্বাস করে, সে আছে প্রাণিদের লাটে
হাঁটে প্রাণ সবশেষ মানতে পরাজয়।