পাঠকের কথা
স্রোতহারা—হাবিবুর রহমান রিজু
ঝিনাইদহের চোখঃ
শুকিয়ে গেছে জীবনের ঝর্ণাধারা
রঙহারা মনটা মরু সাহারা
তাই চোখে জল আসে না ।
হৃদয়ে আছে শুধু কষ্ট জমা
দুখের আগুন জ্বলে সারা বেলা
পোড়া মন কাঁদতে পারে না
নিরবে সই নীল নীল বেদনা।
শুষ্ক বালুর রাজ্যে তৃষ্ণার হাহাকার
কোথাও নেই জীবন চিহ্ন মরুদ্যান
মিছে খুঁজে ফেরা জীবন ঠিকানা
আমাকে ঘিরে শুধু ঘোর ছলনা।
জীবন মানে নেই হাসি-কান্না
সঙ্গী শুধু পাথর-চাপা যন্ত্রণা
আবেগের ঢেউ খেলা করে না
স্রোত ছাড়া জীবন জাগে না।