ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত (ভিডিও সহ)
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০১৯ এর উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোজ সোমবার ৭ ই অক্টোবর সকাল ১০ টায় ঝিনাইদহের বিভিন্ন সংগঠন ঝিনাইদহ শহরের সড়কে র্যালি বাহির করে। র্যালি শেষে ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তনে ঝিনাইদহ জেলায় শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আয়ুব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিল ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মী ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিল সাবেক অধ্যক্ষ এন এম শাহাজালাল, ঝিনাইদহ জেলার মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার তাস লিমা বেগম। শিশুদের মধ্যে থেকে আলোচনা করে আশিকুর রহমান অলিক ও প্রিয়ন্তি আখতার তুলি।
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি শাম্মী ইসলাম বলেন যে আমরা শিশুদের নিয়ে পৃথিবীতে একটি সাজান বাগান চাই, আর যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই, এই কথা গুলি যত সহজে বলা যায় কাজ গুলি তত সহজে করা যায় না কাজটা কিন্ত কঠিন। একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার অনেক আগে থেকেই এই শিশু অধিকারের বিষয়টি চলে আসে। যখন থেকে একজন নারী গর্ভবতী হতে শুরু করে। আজ সেই কারনেই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দুঃস্থ মা যারা আছে তাদের জন্য গর্ভকালীন ভাতার ব্যবস্থা করে দিয়েছেন যাতে করে গর্ভকালীন একজন মা তার গর্ভকালীন সময়ে অপুষ্টিতে না ভোগেন।