কালীগঞ্জ বাজারে কমেছে পেঁয়াজের দাম
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জে পাইকারী পর্যায়ে কমেছে পেঁয়াজের দাম।
শুক্র ও শনিবার পাইকারী হাটে পেঁয়াজ প্রতি মন ২ হাজার ৮ শত টাকা দরে বিক্রি হচ্ছে। বেশ কিছুদিন ধরে পাইকারী বাজারে ৩ হাজার ৫ শত টাকা থেকে ৩ হাজার ৮ শত টাকা দরে বিক্রি হচ্ছিল। যা বর্তমানে গত ২ দিন ধরে প্রতি কেজি পিঁয়াজ ২০ টাকা ককম হয়েছে।
শনিবার বাজার ঘুরে দেখা গেছে, খুচরা দোকানে পিঁয়াজ বিক্রি করছে প্রতি কেজি ৮০ টাা দরে।
কালীগঞ্জ নতুন বাজারের খুচরা তরকারী ব্যবসায়ী নাজিম উদ্দিন জানান, তিনি কালীগঞ্জ কলেজ রোডের পাইকারী হাট থেকে ২ মন পেঁয়াজ কিরেছেন ৫ হাজার ৬ শত টাকা দিয়ে।
আরেক খুচরা ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, গত হাটের চেয়ে আজ পেঁয়াজের দাম কম। কারণ হিসেবে তিনি বলছেন, সরকারি বাজার মনিটরিং, বাজারে পেঁয়াজের আমদানী বেশি। তিনি আরও বলেন, যারা পেঁয়াজ মজুত করে রেখেছিলেন প্রশাসনের চাপে তারা মজুত করা পেঁয়াজ বাজারে আনছেন। যে কারণে পেঁয়াজের দাম কমেছে।