ঝিনাইদহ বিশ্ব ডিম দিবস পালিত
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের উদ্যোগে বিশ^ ডিম দিবাস পালিত হয়েছে।
সোমবার সকালে (১৪ অক্টোবর) দিবসটি উপলক্ষ্যেকলেজ থেকে র্যালি রেব করা হয়। র্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কলেজের অধ্যক্ষ ড. অমলেন্দু ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খুলনা বিভাগয় প্রাণী সম্পদের উপ-পরিচালক মাসুদ আহমেদ খান।
সহকারি অধ্যাপক শাহিনুর রহমানের উপস্থাপনায় ডিমের উপর বিস্তারিত আলোচনা করেন ড. আবু জাফর মো. ফেরদৌস।
এছাড়া ঝিনাইদহ প্রাণী সম্পদ কর্মকর্তা হাফিজুর রহমান, কলেজের সহযোগি অধ্যাপক সরদার মো. খায়রুল বাসার, প্রদীপ কুমার হালদার, আতোয়ার রহমান, বেগম মানছুর হাছিন। সহকারি অধ্যাপক বিপ্লক কুমার সরকার, আশরাফ আলি, জান্নাতুন রাইন, শাহাৎ হোসেন, জিনুন রাইন প্রমুখ।
এসময় বক্তারা, ডিমের উপকার, অপকার এবং কেন-ই বা ডিম শরীরের জন্য প্রয়োজন এসম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।