সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
খুলনা- কুষ্টিয়া-মহাসড়কে বেপরোয়া গতিতে চলাচলরত সেই গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রনে আনতে অবশেষে পদক্ষেপ নিলো হাইওয়ে পুলিশ ও প্রশাসন।
https://www.youtube.com/watch?v=YciILajqHF0
দীর্ঘদিন ধরে এ মহাসড়কে চলাচলরত গড়াই পরিবহনের গতি নিয়ন্ত্রনে আসছিল না। যে কারনে দুর্ঘটনায় পড়ে অহরহ হতাহতের ঘটনা ঘটছিল।
গড়াইয়ের বেপরোয়া গতির কারনে চলতি মাসে পর পর ঘটে যাওয়া কয়েকটি দূর্ঘটনার শিকার আহত নিহতদের পরিবারের করুন অবস্থার কথা তুলে ধরে সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় খবর প্রকাশিত হয়।
বিষয়টি নজরে আসে স্থানীয় প্রশাসন ও হাইওয়ে পুলিশের। এরপর গড়াইয়ের বেপরোয়া গতি থামাতে বৃহষ্পতিবার দুপুরে উপজেলার বারোবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে গড়াই পরিবহনের রাকিব হোসেন নামের এক চালককে এক মাসের কারাদন্ড প্রদান করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাকির হোসেন। এছাড়াও যানবাহনে কাগজপত্র ঠিক না থাকায় ১ হাজার ৩ শ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন জানান,দীর্ঘদিন ধরে অভিযোগ আসছিল খুলনা-কুষ্টিয়া মহাসড়কে গড়াই ও রুপসা পরিবহনের চালকেরা দ্রæত গতিতে গাড়ি চালানোর কারনে প্রতিনিয়ত দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। বেপরোয়া গাড়ি চালানোর অপরাধে রাকিব নামের এক চালককে এক মাসের কারাদন্ড প্রদান করা হয় এবং বিভিন্ন যানবাহনে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র না থাকায় ১ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়।