পাঠকের কথা
আর কত চাও?—গুলজার হোসেন গরিব
ঝিনাইদহের চোখঃ
আর কত রক্ত চাও, বিভৎস মৃত্যু চাও
লাশ, ধর্ষণ, দুর্নীতি, লুটতরাজ-চাঁদাবাজি
ধর্মবিদ্বেষ
বাংলাদেশ তুমি জীবন্ত হওয়ার জন্য?
আর কত সন্তানহারা মায়ের চোখের অশ্রু চাও
বাবার বোবা কান্না,ভাই হারানো ভাইয়ের বেদনা
বোনের বিবর্ণ রূপ
বাংলাদেশ তুমি সুশীল হওয়ার জন্য?
আর কত হিংস্র মানুষখেকো শোষক চাও
অসহায় সাধারণ মানুষের রক্ত পানি হওয়া ঘাম
জীর্ণ-শীর্ণ
বাংলাদেশ তুমি শ্রেষ্ঠ মানবিক হওয়ার জন্য?
আর কত পদদলিত নিঃস্বের ভুখা শ্বাস চাও
আশাভরা রুক্ষ ঠোঁটের কম্পন, দগ্ধ দৃষ্টি
বঞ্চিতের মলিন মুখ
বাংলাদেশ তুমি বাঙালির হওয়ার জন্য?
ক্ষমতা পিপাসু সম্রাট, রাজা-মহাজন, ডাকাত
অমানুষদের বানানো হাজারো রায়েটে
নির্গত রক্তে তোমার কি পিপাসা মেটেনি?
পচা লাশ, রক্তের স্রোত, চোখের জলে, নোনা ঘামে
তোমার জ্ঞানে কি উর্বরতা বাড়েনি বাংলাদেশ?