ঝিনাইদহে ডাকবাংলা চাউলকল মালিক নির্বাচন জমে উঠেছে
মনজুর আলম, ঝিনাইদহের চোখঃ
ঝিনিাইদহ সদর উপজলোর ডাকবাংলার উত্তর নারায়ণপুর চাউলকল মালিক সমিতির নির্বাচন জমে উঠেছে। আগামী ২১ অক্টোবর ত্রিবার্ষিক নির্বচনে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন।
নির্বাচনী প্রতিক বরাদ্ধের পর নিজ নিজ প্রার্থীকে বিজয়ি করতে ভোটারগণও কৌশলে নিজ নিজ সমথনের প্রার্থীর পক্ষে ভোট পাবার দাবি করছেন।
জানা গেছে, ঝিনাইদহ সদও উপজেলার ডাকবাংলা উত্তর নারায়নপুর চাউল মিল মালিক নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
প্রার্থীরা হলেন- সভাপতি পদে সাবেক সভাপতি মোয়াজ্জমে হোসেন এবং আব্দুস ছাত্তার। এছাড়া সাধারন সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- সমিতির সাবেক সাধারন সম্পাদাক আলতাফ হোসেন, আকতার হোসেন ভান্ডারি এবং আরশাদ আলি।
সমিতির সভাপ্রতি এবং সাধারন সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দিতা করায় নির্বাচনের সিন্ধান্ত নেয় নির্বাচন কমিটি। যেকারনে প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্ধ দেয়া হয়। সভাপতি পদে সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেনকে ছাতা প্রতিক এবং আব্দুস সাত্তারকে হাতি প্রতিক নিয়ে নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্িদতা করছে।
এছাড়া সাধারন সম্পাদক পদে সাবেক সাধারন সম্পাদক আলতাফ হোসেনকে মোটরসাইকেল প্রতিক, আকতার হোসেন ভান্ডারি টিউবয়েল প্রতিক এবং আরশাদ আলি আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দিত্ করছে।