ঝিনাইদহে শিক্ষকের ব্যবহারিক পরিক্ষা বাবদ বাড়তি টাকা নেওয়ার অভিযোগ
ওমর ফারুক, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রী কলেজে আই,সি,টি ব্যবহারিক পরিক্ষা বাবদ ৩০০ টাকা ফি নেওয়ার অভিযোগ উঠেছে।
কলেজে প্রতি বছরের ন্যায় এ বছরেও আই সি টি ব্যবহারিক পরিক্ষা বাবদ ৩০০ টাকা করে ফি নিয়েছে আইসিটি বিভাগের শিক্ষক মোঃ মোদাচ্ছের স্যার।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এ বছর আব্দুর রউফ ডিগ্রী কলেজে প্রায় ৫০০ জন ছাত্র ছাত্রী এইচ, এস,সি পরিক্ষায় অংশগ্রহণ করবে।
আব্দুর রউফ ডিগ্রী কলেজের অধ্যক্ষ জে এম রবিউল ইসলাম এর কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, আই,সি,টি ব্যবহারিক পরিক্ষায় ৩০০ টাকা ফি নেওয়ার কোন নীতিমালা নাই, যদি ছাত্র -ছাত্রীরা অভিযোগ করে তাহলে বিষয় টি দেখে ব্যবস্থা নেওয়া হবে অথচ অত্র কলেজের প্রায় সব শিক্ষকই বিষয়টি জানেন।
এ বিষয়ে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক, এফ রব্বানী বলেন, এ ধরনের টাকা নেওয়ার এখতিয়ার কোন শিক্ষকের নেই। এবং কলেজ গভর্নিং বডি এবং অত্র কলেজের অধ্যক্ষ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নিবেন। এবং সু – নির্দিষ্ট অভিযোগ পেলে যশোর শিক্ষা বোর্ড কতৃক অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।
ঝিনাইদহ সদর উপজেলার নির্বাহী অফিসার শাম্মী ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি বিষয় টি দেখছেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
অভিযুক্ত শিক্ষক মোঃ মোদাচ্ছের হোসেনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, তার কাছে যারা প্রাইভেট পড়েন তাদের কাছ থেকেই তিনি টাকা নিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রাইভেট নয় বরং তিনি প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকেই ৩০০ করে টাকা নিয়েছেন। এবং গত প্রি-টেস্ট পরীক্ষায় সকল শিক্ষার্থী পূর্বেই পরীক্ষার সকল ফিস পরিশোধ করার পরেও মোদাচ্ছের স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষার কথা বলে একটি প্রশ্ন দিয়ে পরীক্ষা নিয়েছেন এবং এই পরীক্ষা বাবদ তিনি আবার শিক্ষার্থীদের কাছ থেকে ২০ টাকা করে তুলেছেন এবং পরীক্ষা শেষে প্রশ্নটিও ফেরত নিয়ে নিয়েছেন। শিক্ষার্থীরা বলেন এ বিষয়ে কলেজ অধ্যক্ষ সহ সবাই বিষয়টি জানেন কিন্তু তারা কোন ব্যবস্থা গ্রহণ করছেন না।