কালীগঞ্জে অসহায় ময়নার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
‘‘মানুষ মানুষের জন্য” অসহায়, দরিদ্র স্বামী পরিত্যক্তা মোছাঃ ময়না বেগম (৩৬) এর চিকিৎসার জন্য মানবিক সাহায্যে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছে তার দরিদ্র পিতা।
জনপ্রতিনিধি, প্রশাসনের কর্তাব্যক্তি, সমাজের বৃত্তবান, দানশীল ও হৃদয়বানদের সাহায্যে বাঁচতে পারে দরিদ্র ও নিরূপায় বাবার স্বামী পরিত্যক্তা মেয়ের জীবন।
ময়না বেগম ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কাষ্ঠভাঙ্গা ইউনিয়নের নিত্যানন্দি গ্রামের হতদরিদ্র দিন মজুর আপেল মাহমুদের মেয়ে।
ময়না বেগম পায়ে ক্ষত রোগে আক্রান্ত। প্রায় এক বছর যাবৎ পিতা আপেল চিকিৎসা চালিয়ে নিজের সহায় সম্বল যা কিছু ছিল তার সবই শেষ করে ফেলেছে।
স্থানীয়ভাবে, মানুষের সাহায্যে যশোর, ঝিনাইদহ ও কালীগঞ্জের বিভিন্ন ডাক্তারের নিকট চিকিৎসা করানো হয়েছে। সর্বশেষে ঢাকা কুর্মিটোলা হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে গত ১লা অক্টোবর তার পায়ের ক্ষত স্থানে অপারেশন করানো হয়েছে। সে এখন কুর্মিটোলা হাসপাতালে ভর্তি আছে। বর্তমানে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে তার চিকিৎসার ব্যয়ভার বহন করা সম্ভব হচ্ছে না।
বিকাশ নাম্বারঃ ০১৭৮৪৮৩৩৩৪৫। টাকা প্রদান করে ০১৭১৩ ৫৮৬৩১৯ এই নম্বরে জানানোর জন্য অনুরোধ করা হলো।