ঝিনাইদহে দূর্ঘটনারোধে চালকদের এ্যালকোহল পরীক্ষা
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
বেপরোয়া গতি ও দূর্ঘটনারোধে মহাসড়কে চলাচলরত যানবাহনের চালকদের মাদক (এ্যালকোহল) পরীক্ষার পাশাপাশি অভিযান চালানো হয়েছে।
চলতি মাসে এ মহাসড়কে পর পর কয়েকটি দূর্ঘটনা ঘটায় ঝিনাইদহ কালীগঞ্জের হাইওয়ে পুলিশ গতির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে। চলতি সপ্তাহে ৩য় দিনের মত সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ৫ ঘন্টা খুলনা কুষ্টিয়া মহাসড়কের বারোবাজার নামক স্থানে এ অভিযান পরিচালনা করে।
এ সময় হাইওয়ে পুলিশের একটি দল সন্দেহভাজন চালকদের গাড়ি থেকে নামিয়ে মুখের মধ্যে বিশেষ যন্ত্র ঢুকিয়ে মাদক সেবন পরিক্ষা করেন।
কালীগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি শেখ মাহফুজার রহমান জানান, খুলনা কুষ্টিয়া মহাসড়কে চলাচলরত যাত্রীবাহিসহ সকল পরিবহনের চালকদের বেপরোয়া গতি ও অসাবধানতার কারনে দূর্ঘটনা বাড়ছে। আর এসব কিছুর জন্য বেশি দায়ী চালকদের মদ্যপ অবস্থায় গাড়ি চালানো। তাই গাড়ীর চালকদের মাদকমুক্ত করতে অভিযান শুরু করেছেন।
তিনি জানান, একটি দূর্ঘটনায় একটি পরিবারের জন্য সারাজীবনের কান্না হতে পারে। এটা মনে রেখে যাত্রীসহ সাধারন মানুষের মঙ্গলে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে। সেই সাথে মহাসড়কে দ্রæত গতি সম্পন্ন গাড়ী চালকদের বিরুদ্ধেও ব্যবস্থা অব্যাহত থাকবে বলে তিনি জানান।