ঝিনাইদহে মহিলা বিষয়ক অধিদপ্তরের পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
মঙ্গলবার সকালে ঝিনাইদহ এইড কমপ্লেক্্র মিলনায়তনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সেবায় সরকারি মহিলা বিষয়ক অধিদপ্তরের ভূমিকা বিষয়ক পাবলিক হিয়ারিং (গণশুনানী) অনুষ্ঠিত হয়েছে।
এইড ফাউন্ডেশনের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় দিনব্যাপী এ গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।পদ্মার নির্বাহী পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা। অন্যান্যের মধ্যে আলোচনা রাখেন এইড ফাউন্ডেশনের সিজিবিভি প্রকল্পের প্রগ্রাম অফিসার বিষ্ণুপদ ঘোষ, মাঠ সহায়ক পারভীন আক্তার, মাঠ সহায়ক আসমা পারভীন, মাঠ সহায়ক সবুজ বিশ্বাস, জোনাকী খাতুন, সাংবাদিক সাজ্জাদ আহমেদ,কুমড়াবাড়িয়া
ইউনিয়নের, ধোপাবিলার শাহাদত হোসেন, হযরত আলী, নগর বাথান ঘোষ পাড়ার বাবলুর রহমান,কালিচরনপুর ইউনিয়নের আকলিমা খাতুন প্রমূখ। গণশুনানীতে “জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মেকাবেলা প্রকল্প”র প্রকল্প সম্পর্কে অবহিত করেন প্রকল্প সমন্বয়কারী খন্দকার আশরাফুন্নাহার আশা।
গণশুনানীতে কুমড়াবাড়িয়া ও কালিচরনপুর ইউনিয়নের শতাধিক মহিলা,পুরুষ,ছাত্র-ছাত্রী,যুবক ব্যবসায়ী, শিক্ষক,সুশিল সমাজের প্রতিনিধি,জনপ্রতিনিধি,সমাজ কর্মি, উন্নয়ন কর্মি সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেন।অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন সিজিবিভি প্রকল্পের প্রগ্রাম অফিসার বিষ্ণুপদ ঘোষ ও মাঠ সহায়ক আসমা পারভীন।
প্রধান অতিথি মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার প্রশ্নউত্তর পর্বে মহিলা বিষয়ক অধিদপ্তরের সরকারি সব সেবা পাওয়ার অধিকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের আছে।তথ্য অধিকার আইন করেছে সরকার।আমি মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য কর্মকর্তা।আমি তথ্য দিতে বাধ্য। তথ্য অধিকার আইনে তথ্য চাইলে আমি তথ্য দিতে বাধ্য থাকব্য।সরাসরি,ই-মেইলে ও পোষ্ট করেও তথ্য দেওয়া যায়।
এছাড়াও তিনি বিভিন্ন শ্রেনীপেশার মানুষের প্রশ্নের উত্তর দেন ও সরকারী সেবা পাওয়ার অধিকার বিষয়ে খোলামেলা আলোচনা করেন ও এসময় নিজ উদ্দোগে সরকারী সেবা পাওয়ার অধিকার বিষয়ে উদ্বুদ্ধ করেন।