ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই স্লোগানে ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার নারিকেল বাড়িয়া জেড এ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এসময় ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুত, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য খালেদা খানম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পল্লী বিদ্যুত সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী আলতাফ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী ইউনুচ আলী, সহকারি জেনারেল ম্যানেজার প্রকৌশলী রেজাউল করিম, পরিদর্শক এডুইন কমল বিশ্বাস, নারিকলেবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই বদিউর রহমান, মুক্তরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠানে এলাকার বিদ্যুত গ্রাহক ও সুধীজনসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বিদ্যুতের ব্যবহার, সতর্কতা নানা সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করেন।