পাঠকের কথা
কবিতা লিখ!—মোঃ সম্রাট শাহ্
ঝিনাইদহের চোখঃ
মুক্তপানে কখনো যদি আমায় নিয়ে স্বপ্ন দেখো
তবে একটি কবিতা লিখ।
প্রকাশ হোক বা নাহোক,
একটি কবিতা লিখ।
আমার কথা স্থান পাক নাপাক
সমাজের অত্যাচারীত, নিপীড়িত মানুষের কথা লিখ।
তারপরও একটি কবিতা লিখ।
সত্যিকারের নায়ক না হয়,
খল-নায়ক বানিয়ো—–।
তবুও একটা কবিতা লিখ।
অন্ধ প্রেমের গন্ধ কথা মনে থাক বা-না থাক।
নিকোটিনের গল্প লিখ।
প্রেম বিরহের উজ্জীবিত হাজারো যুবকের
নিস্তব্দ করুণ কথা লিখ।
তারপরও না-হয় একটা কবিতা লিখ।
ছন্দে মিল-অমিল ছুড়না কারোর প্রতি ঢিল,
সব-সম্যাসার ইহবে এক সময় মিল।
কাগজ হবে যার নীল।
তারপরও ——
কবি তুমি একটি কবিতা লিখ!