সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
গাছ মানুষের প্রকৃত বন্ধু। প্রকৃতিক ভারসাম্য রক্ষা করতে গাছের ভূমিকা অপরিসীম।
এটা ছাত্রজীবন থেকে উপলব্ধি ও বাসযোগ্য পৃথিবী তৈরী করতে কালীগঞ্জ উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়া হলো। বৃহস্পতিবার দিনভর ঝিনাইদহ কালীগঞ্জের মাধ্যমিক পর্যায়ের ৭ হাজার শিক্ষার্থী পেলো ফলজ বৃক্ষের চারা। ২০১৯- ২০ অর্থবছরের উপজেলা পরিষদের রাজস্ব খাতের অর্থায়নে বৃহস্পতিবার দিন তাদের হাতে এ গাছগুলো তুলে দেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার, উপজেলা চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমূখ।
কালীগঞ্জ উপজেলা পরিষদসূত্রে জানাগেছে, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে ও বাসযোগ্য দেশ গড়তে আজকের শিক্ষার্থীদেরকে গাছের গুরুত্ব বোঝানো দরকার। সে কারনেই ছাত্রজীবন থেকে বৃক্ষ রোপনে উৎসাহিত করতে উপজেলা পরিষদের অর্থায়নে এ গাছের চারাগুলো তাদের হাতে তুলে দেয়া হয়। গাছের চারা বিতরন উপলক্ষে জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি কমিটি গঠন করে বৃহস্পতিবার দিনভর স্কুলে স্কুলে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়।