ঝিনাইদহে ব্র্যাকের ওয়াটার পয়েন্ট উদ্বোধন
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
বৃহস্পতিবার বেলা ১১টায় ঝিনাইদহের জমিলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নির্মিত ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।
ব্র্যাক ওয়াশ কর্তৃক আয়োজনে ওয়াটার পয়েন্ট উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। এসময় আরো উপস্থিত ছিলেন জমিলা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুব হোসেন, জেলা ব্র্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম , ব্র্যাক ওয়াশ কর্মসূচি উপজেলা ম্যানেজার হাফিজুল ইসলাম, সাংবাদিক সাজ্জাদ আহমেদ ও স্কুলের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ ।
ব্র্যাক ওয়াশ কর্তৃক স্কুল প্রাঙ্গনে একটি কক্ষে বেসিন সুবিধাসহ ৬টি বিশুদ্ধ পানির পয়েন্ট স্থাপন করা হয়। পানির গুনগতমান পরিক্ষীর জন্য ৯টি টেস্ট ( আর্সেনিক,আয়রন, স্যালাইনিটি,ফ্লুরাইড, নাইট্রেট, ইকোলাই,পিএইচ,টিডিএস ও ইসি ) টেস্ট করা হয়। ঝিনাইদহ সদর উপজেলায় ২০১৯ সালে ১২টি মাধ্যমিক স্কুলে ওয়াটার পয়েন্ট ও ল্যাট্্িরন স্থাপন করা হবে এবং একজন অফিস সহকারীকে ওয়াটার পয়েন্ট মেরামত ও রক্ষণাবেক্ষনের জন্য প্রশিক্ষণ দেওয়া।
জেলা শিক্ষা অফিসার ব্র্যাকের কার্যক্রমের প্রশংসা করেন । শিক্ষার্থীরা এরকম পানির পয়েন্ট পেয়ে খুবই আনন্দিত, তারা বলে তাদের পানি পান করতে কোন দ্বিধা লাগবে না।