ঝিনাইদহে পৌরবাসীকে নিয়ে গণশুনানী
এম.এ জলিল, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ পৌরসভার, ৫ নং ওয়ার্ডের করোবী বিদ্যালয় প্রাঙ্গনে পূর্ব ঘোষণানুযায়ী পৌর হোল্ডিং ট্যাক্স নিয়ে ঝিনাইদহ পৌরবাসীর বিভ্রান্তির অবসান এর জন্য মঙ্গলবার, সকালে পৌরবাসীকে নিয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানী অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত পৌরবাসীর মতামতের ভিত্তিতে , সরকারী বিধিনুযায়ী পৌর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই গণশুনানীর মাধ্যমেই পৌর হোল্ডিং ট্যাক্স নির্ধারণ হবে বলে সবাইকে আশ্বস্ত করেন ডিজিটাল ঝিনাইদহ পৌরমেয়র সাইদুল করিম মিন্টু ।
এবং আগামী ২৫ অক্টোবর শুক্রবার সকাল থেকে পাগলা কানাই ভেটুলতলা মোড়ে ৫ নং ওয়ার্ড পৌরবাসীকে নিয়ে আরও একবার গণশুনানী অনুষ্ঠিত হবে ।
৫ নং ওয়ার্ড এর যারা এখনও গণশুনানীতে অংশগ্রহণ করেন নি তাদের সবাইকে যথাসময়ে অংশগ্রহণ করার জন্য এবং পৌরবাসীর সবাইকে পৌর হোল্ডিং ট্যাক্স নিয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করেছেন ঝিনাইদহ পৌরমেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু ।