ঝিনাইদহ মানবধিকার নাট্য পরিষদের ২১তম প্রতিষ্ঠা বার্ষিক পালিত
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
“আধাঁর শেষে আলোর দেশে; নতুন ভোরের আলো, দানবেরা সব ধ্বংস হবে থাকবে সবাই ভালো” এই শ্লোগানকে ধারণ করে বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে শুক্রবার সন্ধায় প্রতি বছরের ন্যায় দুইদিন ব্যাপি ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে নাট্য উৎসবের আয়োজন করেছেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবধিকার নাট্য পরিষদের সভাপতি রুবেল পারভেজ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার চেয়ারম্যান এ্যাডঃ আব্দুর রশিদ, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন পরিদর্শক মিলন কুমার মুখাজি, সিও”র নির্বাহী পরিচালক সামসুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনে সদস্য নাজিম উদ্দীন জুলিয়াস, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক তারেক হোসেন পল্লব।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মানবাধিকার নাট্য পরিষদের সাধারণ সম্পাদক নাহিদ আহম্মেদ।