ঝিনাইদহে মাদক সেবীর ভেলার আঘাতে প্রতিবন্ধী হাসপাতালে
সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ চরমুরারীদহ গ্রামের মীর আখের আলীর ছোট্ট ছেলে মানষিক প্রতিবন্ধী বাদশা মিয়া সে নিজের খেয়াল খুশি মত চলাফেরা করে।
একই গ্রামের কফিল উদ্দীন মন্ডলের ছেলে লিটন (৩৪) ,মানসিক প্রতিবন্ধী বাদশাকে প্রতি নিয়ত বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখাত। হটাৎ গত শনিবার দুপুর ২টার দিকে ক্যাডেট কলেজের উত্তর পাশে বাদশা তার বাবাকে খুজতে পানের বরজে যায়। তার বাবা বরজে কাজ করছিল, তখন লিটন বরজের এক কোনে মাদক সেবন করছিল ।
এই সময়ে বাদশার আগমন টের পেয়ে বাদশার সাথে পানের বরজের মধ্যে, পূর্বের ন্যায় আচরণ শুরু করে ,তখন বাদশা বকাবকি শুরু করে। তখন লিটন বাস দিয়ে বাদশার সারা শরীরে এলোপাতারি মারধর করতে থাকে। এই অবস্থায় বাদশার বাবা লিটনকে বাধা দেয় এবং পানের বরজ থেকে বাহির হয়ে যেতে বলে। তখন লিটন দৌড়ে গিয়ে তার বরজ থেকে ভেলা নিয়ে এসে বাদশাকে আঘাৎ করলে বাদশা হাত দিয়ে ঠেকায়। তখন ভেলা বাদশার হাতে লাগে এবং সে গুরুত্বর জখম হয়। বর্তমানে প্রতিবন্ধী বাদশা এখন ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসাধীন আছে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন বলেন, এই ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ করেনি। করলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।