মশা নিধনে মাঠে নেমেছেন কালীগঞ্জ ওসি

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহের চোখঃ
মশা নিধনে এবার নিজেই ফগার ম্যাশিন নিয়ে মাঠে নেমেছেন কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ।
মঙ্গলবার তিনি পৌর সভার পরিচ্ছন্ন কর্মিদের নিয়ে শহরের ভ’ষন রোডস্থ স্কুল ও আ’লীগের দলীয় অফিসের আশে পাশে মশা নিধনের এ অভিযানে নামেন।
অপরদিকে ওইদিন রাতে কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহফুজুর রহমান নিজেই তার থানা চত্বর এলাকায় মশা নিধনে অভিযানে নামেন।
পৌর মেয়র আশরাফ জানান, দেশে এখনো ডেঙ্গু মশার প্রকোপ কমেনি। তাই কালীগঞ্জ পৌর বাসীর সেবা নিশ্চিত করতে ধারবাহিক ভাবে মশা নিধনে কার্ষক্রম চালোনো হচ্ছে। এরই ধারবাহিকতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে মশা নিধনে স্প্রে করা হচ্ছে। তিনি আরো জানান, পৌরবাসিকে নাগরিক সুবিধা দিতে অত্র পৌর সভার কর্মকর্তা, কর্মচারীরা সহ পরিচ্ছন্ন কর্মিগন প্রতিনিয়ত মাঠে কাজ করে চলেছে। তারা যতদিন পর্ষন্ত ডেঙ্গু মশার প্রকোপ থাকবে ততদিন পর্ষন্ত মশা নিধনে কাজ করে যাবেন। তিনি মশা নিধনে পৌর সভার সকল কর্মকান্ডের পাশাপাশি সচেতন পৌর নাগরিকদেরও নিজ নিজ উদ্যোগে এগিয়ে আসার আহব্বান জানান।