কালীগঞ্জে পল্লী বিদ্যুতের গ্রাহক সচেতনতা
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ঘুষ,দূর্নিতী, দালালমুক্ত ও গ্রাহকদের হয়রানীরোধে নিরাপদ বিদ্যুতের ব্যবহারের লক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জনসচেতনতামুলক এ অনুষ্ঠানে ঝুঁকিমুক্ত বিদ্যুতের ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, বিদ্যুতের অবৈধ সংযোগ নিলে শাস্তির বিষয়সহ বিদ্যুতের সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত যাবতীয় দিক নিয়ে উপস্থিত সকলকে ধারনা প্রদান করা হয়।
উঠান বৈঠকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিতে করনীয় দিক তুলে ধরা হয়। এ উপলক্ষে ইউ পি সদস্য আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম ইকবাল আহম্মেদ, এলাকা পরিচালক আব্দুল গাফ্ফার, এ ই.সি মদন মোহন রায় প্রমূখ। উঠান বৈঠকে এলাকার প্রায় শতাধিক পুরুষ ও মহিলা উপস্থিত ছিলেন।