কালীগঞ্জটপ লিডমাঠে-ময়দানে
কালীগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত
মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর গ্রামবাসীর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিলুপ্তপ্রায় জাতীয় হা-ডু-ডু খেলা। খেলায় গ্রামেরই দুই দল অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার বিকেলে শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এ খেলা দেখতে গ্রামের নারী-পুরুষরা ভীড় করেন।
শ্রীরামপুর গ্রামের সাখাওয়াৎ হোসেন জানান, খেলায় গ্রামের মধ্য থেকে দুইটি দল গঠন করা হয়। প্রত্যেক দলে ১০ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। জাতীয় এই খেলাটি প্রায় হারিয়ে যেতে বসেছে। ঐতিহ্যবাহী খেলাটি জনপ্রিয় করে তুলতে শ্রীরামপুর গ্রামবাসীরা এই উদ্যোগ নিয়েছে।
খেলায় প্রতিদ্বন্দিতা করেন সাখাওয়াৎ গ্রুপ ও আতিয়ার গ্রুপ। প্রতিদ্বন্দিতাপূর্ণ এ খেলায় জয়লাভ করে সাখাওয়াৎ গ্রুপ। দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে বিদ্যালয় মাঠ প্রাঙ্গন।