রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সোয়েব হোসেন এর দাফন সম্পন্ন

মিশন আলী, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার পৌর সভার ১নং ওয়ার্ড এর অর্ন্তগত, শ্রীরামপুর গ্রাামের, বীর মুক্তিযোদ্ধা সোয়েব হোসেন, বার্ধক্য জনিত কারণে শনিবার (৯ নভেম্বর ) বেলা ১১ ঘটিকায় ইন্তেকাল করেন।
শনিবার বেলা ৫.০০ টায়, শ্রীরামপুর পশ্চিমপাড়া জামে মজিদ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রীরামপুর তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালাম প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রাণী সাহা, বীর মুক্তিযোদ্ধা হেলাল সর্দার (সাবেক থানা কমান্ডার), রিজু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি সহ উপস্থিত পুলিশ সদস্যরা।
সোয়েব হোসেন মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহÑ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম (আনার),পৌর সভার মেয়র আশাফুল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানি সহ প্রমূখ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।