কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পালাতক আসামী রবিউল ইসলাম ওরফে নবুল (৪৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোড়াপাড়া (শ্যামপাড়া) গ্রামের মৃত চান্দালীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাহফুজুর রহমান মিয়া জানান, সোমবার রাত ৮ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার নিকট থেকে ৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ওরফে নবুলের নামে বিভিন্ন থানায় ৮ এর অধিক মামলা রয়েছে। সে একজন চিহ্নিত আন্তঃজেলা মাদক স¤্রাট এবং গ্রেফতারী পরোয়ানভূক্ত পালাতক আসামী।
তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।