ঝিনাইদহ সদর
ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বাষির্কী পালিত
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহের চোখঃ
“লানির্ং বাই ডুয়িং হোক শিক্ষার ভিত্তি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
ইনিষ্টিটিশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আয়োজনে মঙ্গলবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, আইডিইবি জেলা শাখার সভাপতি ইয়াছিন আলী, সাধারন সম্পাদক মুন্সি মোঃ আবু জাফরসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে প্রকৌশলীদের আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।