আ’লীগের সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সাবজাল হোসেন, ঝিনাইদহের চোখঃ
বাংলাদেশ আওয়ামীলীগ কালীগঞ্জ উপজেলা শাখার আগামী ১৭ নভেম্বর সম্মেলন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে সম্মেলন প্রস্তত কমিটি। শুক্রবার সন্ধ্যায় দলটির স্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা আ’লীগের সভাপতি সাবেক সাংসদ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংবাদকর্মিদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। তিনি বলেন, নানা প্রতিক’লতার কারনে বিগত ১৫ বছরের মধ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়নি। পূর্ণাঙ্গ কমিটিও করা সম্ভব হয়নি। কিন্ত আগামী ১৭ নভেম্বর সম্মেলন সফল করতে আ’লীগসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মিদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। সারাশহর আজ বর্ণিল সাজে সেজেছে। স্থানীয় সকল পেশাদারী সংগঠন, রাজনৈতিক দলসহ মিডিয়া কর্মিদেরকে বিশেষ ভাবে আমন্ত্রন জানানো হয়েছে।
তিনি বলেন, অতীতের আ’লীগ আর এখনকার আ’লীগের মধ্যে অনেক পার্থক্য। কারন সম্মেলনকে কেন্দ্র করে উপজেলার সকল সিনিয়র নেতৃবৃন্দ আজ একট্ট্রা। সকলের সহযোগীতার ভিত্তিতে যোগ্য একটি নেতৃত্বের কমিটি আসবে এতে কোন সন্দেহ নেই। সে কারনে সংবাদকর্মিসহ সকলের সহযোগীতা কামনা করেন। মিডিয়াকর্মিদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাবেক সভাপতি টিপু সুলতান, রফিকুল ইসলাম, কালীগঞ্জ প্রেসক্লাব একাংশের সভাপতি শাহজাহান আলী সাজু, সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক তারেক মাহমুদ, উপস্থিত ছিলেন সহসভাপতি হাবিব ওসমান, ওলিয়ার রহমান, আব্দুর রউফ,সংবাদিক মানিক ঘোষ, আরিফ মোল্যা, আহসান কবির, বেলাল হোসেন বিজয়সহ কালীগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ।
আ’লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আ’লীগের সাবেক সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, সাবেক সাধারন সম্পাদক ইসরাইল হোসেন, কেন্দ্রিয় বাস্তহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু, পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ, থানা যুবলীগের সহসভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, ছাত্রলীগের সাবেক সভাপতি মতিয়ার রহমান মতি, আনিসুর রহমান মিঠু মালিথা, ইসরাইল হোসেন, আ’লীগের সিনিয়র নেতা জহুরুল, কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ আ’লীগ ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।