ইয়াবা ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আব্দুস সালাম, ঝিনাইদহের চোখঃ
মাগুরা-চুয়াডাঙ্গা থেকে পৃথক পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব ৬।
১৪ ই নভেম্বর বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর নেতৃত্বে মাগুরা জেলার সদর থানাধীন কসুন্দি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার করেন।
অভিযানের সময় মাগুরা জেলার সদর থানাধীন কসুন্দি গ্রাম মাগুরা টু ফরিদপুর গামী বিশ্বরোড বড় ব্রীজ মোড় হইতে কসুন্দি উত্তরপাড়া মাদ্রাসা গামী ইটের রাস্তার ছোট কালভাটের উপর থেকে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ রাজীব (৩২), পিতা- মোঃ গোলাম রসুল মোল্লা, সাং-আড়পাড়া, থানা ও জেলা- মাগুরাকে ৭৮২ পিস ইয়াবা,৩ টি মোবাইল সেট এবং ৪ টি সীম কার্ড সহ গ্রেফতার করে। পরবর্তীতে রাত অনুমান ০৮ টার সময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানাধীন ঈশ্বর চন্দ্রপুর দক্ষিণপাড়ায় আঃ আজিজুর রহমান এর পশ্চিম ভিটার বসতের দোতলা বিল্ডিংয়ের সামনে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ এনামুল (২২), পিতা- মোঃ আজিজুর রহমান, সাং- ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাঙ্গা থেকে ৩০ বোতল ফেন্সিডিল, ২ টি মোবাইল সেট এবং ২ টি সীম কার্ডসহ গ্রেফতার করে।পরবর্তীতে ০৯:৩০ সময় চুয়াডাঙ্গা জেলার সদর থানাধীন চুয়াডাঙ্গা পৌরসভার একাডেমী মোড় মেসার্স সুরাইয়া স্যানিটারী (প্রোঃ মোঃ শান্ত) দোকানের সামনে অভিযান পরিচালনা করে ১ জন মাদক ব্যবসায়ী মোঃ রানা ইসলাম (২৮), পিতা- মোঃ শহিদুল ইসলাম, সাং-পৌর ৫নং ওয়ার্ড রেলপাড়া, থানা ও জেলা- চুয়াডাঙ্গাকে ১৪০ পিস ইয়াবা,২ টি মোবাইল সেট এবং ২ টি সীম কার্ডসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে।২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক পৃথক মামলা করা হয়।