ঝিনাইদহে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় স্যানেটারী টাওয়েল বিতরণ
সাজ্জাদ আহমেদ, ঝিনাইদহের চোখঃ
ঝিনাইদহে মিয়াকুন্ডু বালিকা বিদ্যালয়ে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিক ক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মিয়াকুন্ডু বালিকা বিদ্যালয়ে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিকক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল প্রস্তুতকরণ ও বিতরণ কর্মসূচির আওতায় স্যানেটারী টাওয়েল বিতরন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের সভাপতি ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রাক্তন অধ্যক্ষ আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর ঝিনাইদহের উপ-পরিচালক নিলুফার রহমান ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সহকারি কমিশনার (ভ’মি) ফাতেমা-তুজ-জোহরা, ফুরসন্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল মালেক মিনা, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তার,পেনেল চেয়ারম্যান গোলাম কিবরিয়া। সার্বিক ভাবে সহযোগিতা করেন ক্রেডিট সুপারভাইজার তাসলিমা বেগম,এস এম সোহেল রানা রোকেয়া খাতুন,শিললুর রহমান,ইব্রাহিম ,রোকেয়া খাতুন প্রমূখ। স্যানেটারী টাওয়েল বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার শরিফা আক্তার।আলোচনা শেষে কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় ও নারীর অর্থনৈতিকক্ষমতা সৃষ্টিতে স্যানেটারী টাওয়েল প্রধান অতিথি হিসেবে বিতরন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।